প্রতিনিধি বেনাপোল: অবৈধ পথে ভারতে যাওযার সময় রোববার ভোর রাতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৩ নারী-পুরুষ আটক করেছে বিজিবি। এ সময় দুই তরুণীকে উদ্ধার করে। আটককৃতদের মধ্যে চারজন পাচারকারী।
২৩ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে চার পাচারকারীসহ ১৩ নারী-পুরুষকে আটক করা করা হয়েছে।
এ সময় ভারতে পাচারের সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারী হলেন সাইফুল, বাবু, আনজুরা ও মেহেরবানু। এদের বাড়ি বেনাপোলের দৌলতপুর গ্রামে।
তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান