অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

যৌন নিপীড়নের দায়ে ২১ স্ত্রীর স্বামীর ৩০ বছরের জেল

বাংলার খবর২৪.কম : 101bc80bf071a86825a29487e52e5282তেল আবিব, ৩০ অক্টোবর- চার বছর আগে আটক হওয়া গোয়েলের বিচার শুরু হয় ইসরায়েলের তেল আবিবের জেলা আদালতে। সাক্ষ্য-প্রমাণ শেষে তিনি দোষী সাব্যস্ত হন।

মঙ্গলবার আদালতের রায়ে তার ৩০ বছরের কারাদণ্ড হয়।

গোয়েল রাটজনের বর্তমান বয়স এখন ৬৪ বছর। সংসার করেছেন ২১ নারীকে নিয়ে। হয়েছেন ৩০ জনেরও বেশি সন্তানের বাবা। কিন্তু তিনি বহুগামী।

বহুগামিতার কারণে তার লালসার শিকার হয় তার-ই মেয়েরা। স্ত্রীদের ওপর চালাতেন যৌন নিপীড়ন। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে পিশাচ প্রবৃত্তির এই ব্যক্তিকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্ত্রী ও মেয়েরা তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরও গোয়েল দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি ষড়যন্ত্রের শিকার। এসব নারীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তার সঙ্গে থাকতেন। এখন তাকে ফাঁসানো হচ্ছে।

তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে পুলিশ প্রমাণ পেয়েছে, গোয়েল তেল আবিবের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে স্ত্রীদের রাখতেন। কিন্তু তাদের ন্যূনতম জীবনচাহিদা মেটাতেন না তিনি। বরং ইচ্ছামতো শারীরিক ও যৌন নির্যাতন চালাতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

যৌন নিপীড়নের দায়ে ২১ স্ত্রীর স্বামীর ৩০ বছরের জেল

আপডেট টাইম : ০৮:৫০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 101bc80bf071a86825a29487e52e5282তেল আবিব, ৩০ অক্টোবর- চার বছর আগে আটক হওয়া গোয়েলের বিচার শুরু হয় ইসরায়েলের তেল আবিবের জেলা আদালতে। সাক্ষ্য-প্রমাণ শেষে তিনি দোষী সাব্যস্ত হন।

মঙ্গলবার আদালতের রায়ে তার ৩০ বছরের কারাদণ্ড হয়।

গোয়েল রাটজনের বর্তমান বয়স এখন ৬৪ বছর। সংসার করেছেন ২১ নারীকে নিয়ে। হয়েছেন ৩০ জনেরও বেশি সন্তানের বাবা। কিন্তু তিনি বহুগামী।

বহুগামিতার কারণে তার লালসার শিকার হয় তার-ই মেয়েরা। স্ত্রীদের ওপর চালাতেন যৌন নিপীড়ন। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে পিশাচ প্রবৃত্তির এই ব্যক্তিকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্ত্রী ও মেয়েরা তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরও গোয়েল দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি ষড়যন্ত্রের শিকার। এসব নারীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তার সঙ্গে থাকতেন। এখন তাকে ফাঁসানো হচ্ছে।

তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে পুলিশ প্রমাণ পেয়েছে, গোয়েল তেল আবিবের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে স্ত্রীদের রাখতেন। কিন্তু তাদের ন্যূনতম জীবনচাহিদা মেটাতেন না তিনি। বরং ইচ্ছামতো শারীরিক ও যৌন নির্যাতন চালাতেন।