বাংলার খবর২৪.কম : তেল আবিব, ৩০ অক্টোবর- চার বছর আগে আটক হওয়া গোয়েলের বিচার শুরু হয় ইসরায়েলের তেল আবিবের জেলা আদালতে। সাক্ষ্য-প্রমাণ শেষে তিনি দোষী সাব্যস্ত হন।
মঙ্গলবার আদালতের রায়ে তার ৩০ বছরের কারাদণ্ড হয়।
গোয়েল রাটজনের বর্তমান বয়স এখন ৬৪ বছর। সংসার করেছেন ২১ নারীকে নিয়ে। হয়েছেন ৩০ জনেরও বেশি সন্তানের বাবা। কিন্তু তিনি বহুগামী।
বহুগামিতার কারণে তার লালসার শিকার হয় তার-ই মেয়েরা। স্ত্রীদের ওপর চালাতেন যৌন নিপীড়ন। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে পিশাচ প্রবৃত্তির এই ব্যক্তিকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
স্ত্রী ও মেয়েরা তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরও গোয়েল দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি ষড়যন্ত্রের শিকার। এসব নারীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তার সঙ্গে থাকতেন। এখন তাকে ফাঁসানো হচ্ছে।
তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে পুলিশ প্রমাণ পেয়েছে, গোয়েল তেল আবিবের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে স্ত্রীদের রাখতেন। কিন্তু তাদের ন্যূনতম জীবনচাহিদা মেটাতেন না তিনি। বরং ইচ্ছামতো শারীরিক ও যৌন নির্যাতন চালাতেন।