বাংলার খবর২৪.কম : হারারে, ২৫ অক্টোবর- আর চুমু খাওয়া যাবে না ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের প্রতি জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন ঘোষণায় অসন্তোষ ছড়িয়েছে। কর্তৃপক্ষের জারি করা নয়া আচরণবিধিকে কেন্দ্র করে সংঘাতের পথে যাচ্ছে পড়ুয়ারা। পাল্টা কর্তৃপক্ষের বার্তা, কোনওরকম যৌনতা চলবে না ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের হলে নোটিসে বলা হয়েছে, প্রকাশ্য স্থানে ঘনিষ্ঠ অবস্থায় যেমন চুম্বন বা শারীরিক মিলনের সময় ধরা পড়ে গেলে শাস্তি দেয়া হবে। তাছাড়া হলে বিপরীত লিঙ্গের বন্ধুদের নিয়ে আসা যাবে না, খেলার মাঠ, প্যাভিলিয়ন বা শিক্ষকদের বক্তৃতার জায়গা বাদে কোনো নির্জন স্থানে অন্ধকারে ঘুরে বেড়ানো চলবে না বলেও পড়ুয়াদের উদ্দেশ্যে নির্দেশ জারি করা হয়েছে।
এর প্রতিবাদে ক্ষোভে সরব জিম্বাবোয়ে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। তাদের দাবি, দুসপ্তাহ আগে জারি হওয়া এই আচরণবিধি রুখে দেবেন তারা। বিধিনিষেধগুলি সেকেলে, দমন-পীড়নমূলক ও খারাপ বলেই মনে করেন পড়ুয়ারা। তাদের দাবি, কর্তৃপক্ষকে এটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, এটা প্রাপ্তবয়স্কদের পড়াশোনা করার জায়গা এবং তারা সকলেই পরিণত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান