বাংলার খবর২৪.কম: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, কিছুদিন আগে শুনেছি জামায়াতে সঙ্গে আমাদের আঁতাত হয়েছে। এজন্য বিভিন্ন বুদ্ধিজীবী ও সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি। এখন গতকালের রায়ে প্রমাণিত হয়েছে সরকারের সঙ্গে জামায়াতের কোন আঁতাত বা সমঝোতা হয়নি।
বৃহস্পতিবার সকালে গুলিস্তানে কাজী বসির মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শেখ হাসিনা, নাসিম, মেনন, ইনুরা দেয়নি। যারা এই রায়ের বিরুদ্ধে হরতাল দিয়েছে তারা আদালতের বিরুদ্ধে হরতাল দিয়েছে। তাই আদালত অবমাননার দায়ে এদের বিচার হওয়া উচিত।
জামায়াত-শিবির কর্মীদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকত তাহলে তারা সুপ্রিম কোর্টে যেত। তাই না করে তারা হরতাল দিয়েছে। জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করা হলে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।
নাসিম আরো বলেন, গতকালের রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়ার নিরব থাকার মানে তিনিও এই হরতালে সমর্থন করেছেন। অতএব তিনিও জামায়াত-শিবিরের মত সমান অপরাধী। হয় মুক্তিযুদ্ধের পক্ষে না হয় বিপক্ষে থাকতে হবে। রাজনীতিতে হ্যাঁ অথবা না বলতে হবে। মধ্যমপন্থা বলে রাজনীতিতে কোনো কিছু নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান