বাংলার খবর২৪.কম আন্তর্জাতিক : নিউইয়র্ক শহরে মাকে গলাকেটে হত্যা করার পর চলন্ত রেলের নিচে আত্মহত্যা করেছেন ঘাতক ছেলে। পরে মা ও ছেলে দুজনার মৃতদেহই উদ্ধার করেছে পুলিশ। অতি সম্প্রতি নিউইয়র্কের লং আইসল্যান্ডের ফার্মিগডেল এলাকায় এই ঘটনা ঘটেছে।
বুধবার তাদের মৃতদেহ সনাক্ত করেছে নিউইয়র্ক পুলিশ। নাসাউ কাউন্টি পুলিশের কর্মকর্তা জন আজাতা জানান, নিহত মায়ের নাম পেট্রেসিয়া ওয়ার্ড। বয়স ৬৬।তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তার আত্মঘাতী ছেলের নাম ডেরেক ওয়ার্ড। বয়স ৩৫।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, লং আইসল্যান্ডের ফার্মিগডেল এলাকায় অবস্থিত নিজ বাড়িতেই বৃদ্ধ মা পেট্রিসিয়াকে খুন করেন তার ছেলে ডেরেক এবং মৃতদেহ রাস্তায় ছুঁড়ে ফেলেন। এরপর ছুটে গিয়ে চলন্ত রেলের নিচে নিজেও আত্মহত্যা করেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটার দিকে পেট্রিসিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল তাদের বাড়ি থেকে সেটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, খুনি ডেরেক ওয়ার্ডকে কয়েক বছর আগে অবৈধ অস্ত্রসহ গেপ্তার করা হয়েছিল। গত দশ বছর ধরে তিনি মাসনিক সমস্যায় ভুগছিলেন। তবে তিনি তার মাকে কেন খুন করেছেন এখন পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
পেট্রিসিয়া ওয়ার্ড ফার্মিগডেল স্টেট কলেজে অধ্যাপনা করতেন। সেখানকার ছাত্র ছাত্রীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।