ক্রীড়া ডেস্ক : দ্রুত অনুশীলনে ফেরার আশাবাদ ব্যক্ত করছেন ব্রাজিল তারকা নেইমার। ১৮ আগস্ট মেক্সিকোয় গাম্পার ট্রফির ফাইনালে খেলারও আশা করছেন তিনি। জাপানে একটি স্পনসরশিপ প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে এসব কথা জানান নেইমার।
গত মওসুমে বড় কোন আসরের শিরোপা জিততে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ছয় বছর পর গত মওসুমেই শিরোপা বঞ্চিত থাকতে হয় বার্সাকে। ব্রাজিলের বিশ্বকাপ দু:স্বপ্ন ভুলতে বার্সেলোনার হয়ে এ মওসুমে ভালো করার প্রত্যাশা করছেন নেইমার।
২২ বছর বয়সী তারকা বলেন, ‘ধাপে ধাপে আমার পিঠের চোট কাটিয়ে উঠছি। শতভাগ সুস্থ হয়েই আমি মাঠে নামব। আমি একটি ভাল মওসুমের প্রত্যাশা করছি। সেই সঙ্গে ভাল ফলাফলের জন্য সতির্থদের সহযোগিতা করতে চাই। আশা করছি, আমরা শিরোপা জিততে পারব।