বাংলার খবর২৪.কম : জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতালের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। হরতালে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। টিএসসি, লাইব্রেরী চত্বর, স্যাডো, কলা ভবনের সামনে, অপরাজেয় বাংলা, কলাভবন বটতলাসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীদের আনাগোনাই লক্ষ্য করা যায়নি।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস ঘুরে এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে। হরতালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ক্ষীণ। বেশির ভাগ বিভাগেই বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। বিভাগগুলোতে শিক্ষকদের উপস্থিতিও আগের মতো দেখা যায়নি। দুই একটি বিভাগে মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পরীক্ষা সংক্রান্ত কাগজ-পত্র জমা দেওয়ার জন্যই ক্যাম্পাসে এসেছেন। হরতালে বন্ধ রয়েছে ঢাবির বাসগুলো। পরিবহণ কর্মকর্তা ও কর্মচারীরাও অলস সময় কাটাচ্ছেন।
এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছে।
অন্যদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চসহ বাম সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে হরতালকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোন ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, হরতালে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান