বাংলার খবর২৪.কম : টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এনজিওকর্মীর দ্বারা দিন-দুপুরে এক শিশু ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে লেদা ক্যাম্প পরিচালনাকারী এনজিও।
বুধবার বেলা ১১টার দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ২২১নং কক্ষে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি ক্যাম্পের এফ ব্লকের রহিমুল্লাহ ও রোকেয়া বেগমের কন্যা। রহিমুল্লাহ তার সৎ পিতা।
ধর্ষণের শিকার শিশু ও প্রতিবেশীরা জানায়, লেদা গ্রামের বাসিন্দা ও ক্যাম্পে কর্মরত এনজিও ফোরামের লাইন ম্যানেজার পদে কর্মরত মৃত লাল মিয়ার ছেলে ফরিদ আলম ধর্ষণের ঘটনা ঘটিয়ে বীরদর্পে স্থান ত্যাগ করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ক্যাম্পের মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলেও ৪ ঘণ্টা ধরে ধর্ষণের শিকার শিশুটির কোনো চিকিৎসা না করে বিকেলে তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে বিকেল ৫টার দিকে কয়েকজন সংবাদকর্মী ঘটনার সত্যতা জানতে গেলে বাধ্য হয়ে মুসলিম এইড হাসপাতাল কর্তৃপক্ষ মামলার উদ্যোগ নেয়।
ধর্ষণের শিকার শিশুটির সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। সে জানায়, মা-বাবা ঘরে না থাকার সুযোগে ধর্ষক ফরিদ ঘরে ঢুকে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এই ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এদিকে ক্যাম্প পরিচালনাকারী এনজিও মুসলিম এইডের ইনচার্জ সরোয়ার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, আমরা ধামাচাপা দিতে চাইনি। ধর্ষক স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় মুসলিম এইডসহ গোঠা লেদা ক্যাম্প স্থানীয় এই চক্রটির কাছে জিম্মি। এ ঘটনায় ধর্ষক ফরিদ আলম পলাতক রয়েছে।