পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

এক চুমুতেই চমকে দিল স্বস্তিকা!

বাংলার খবর২৪.কম : স্বস্তিকা-মুখোপাধ্যায়-660x330স্বস্তিকা-মুখোপাধ্যায়শান্তকে বলেছিলেন যে ঘনিষ্ঠ দৃশ্যটায় হয়তো তাঁর ঠোঁট ছোঁয়া হতে পারে৷ অন্যদিকে, স্বস্তিকাকে এক্কেবারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন কোন সময়ে, কেমন ভাবে ‘স্মুচ’ করার দৃশ্যটা টেক করা হবে৷ স্বাভাবিক প্রশ্ন, কেন এমনটা করা হল? দিবাকরের ঘনিষ্ঠদের বক্তব্য, দিবাকর চাইছিলেন দৃশ্যটা এমনভাবেই হোক, যেন সুশান্তের মধ্যে একটা চমকে ওঠার প্রতিক্রিয়া থাকে৷ আগে থেকে ঘন চুম্বন দৃশ্যের ব্রিফিংটা পেয়ে গেলে সুশান্তের মধ্যে আর অবাক হওয়ার অভিব্যক্তিটা সহজে ফুটে উঠবে না, এমনই ভেবেছিলেন দিবাকর৷ সে জন্যই দৃশ্যটা সম্পর্কে কিছুই জানানো হয়নি তাঁকে৷ আর রিহার্সালের তো প্রশ্নই নেই৷ কিন্তু যেহেতু দৃশ্যটায় স্বস্তিকা ‘অ্যাক্টিভ’, তাই তাঁকে আলাদা করে ডেকে সবটা ভালো করে বুঝিয়ে দেন দিবাকর৷
স্বস্তিকা-মুখোপাধ্যায়দিবাকর নিজে কী বলছেন? ‘আসলে ওই দৃশ্যটা সাধারণ কোনও চুম্বনদৃশ্য নয়৷ হিন্দি ছবির আর পাঁচটা চুম্বন দৃশ্যের সঙ্গে এর একটা বিরাট পার্থক্য আছে৷ এই দৃশ্যের মধ্যে খুন, প্রতারণা, তীব্র আবেগ সব মিলিয়ে একটা মারাত্মক ইনোশনের প্রকাশ দরকার ছিল৷ আমি চাইছিলাম আরও কিছু যুক্ত করতে৷ দৃশ্যটাকে আরও খানিক শক্তিশালী করতে৷ সে জন্যই এই চুম্বন৷ এমন একটা সারপ্রাইজ, যা এমনকি দু’জন অভিনতোর মধ্যে একজনকেও একেবারে চমকে দেবে৷’ তাহলে কেমন করে করা হল ব্যাপারটা? পরিচালকের উত্তর, ‘চুম্বন বাদ দিয়ে সিনটা এমনিতে যা ছিল তা আমরা বার কয়েক মহড়া দিয়ে নিয়েছিলাম৷ তারপর দেখতে দেখতে ছ’টা, আটটা টেক দেখতে দেখতে পেরিয়ে গেল৷ কিন্তু কিছুতেই যেন দৃশ্যটার মধ্যে সেই চমকটা আসছিল না, যেটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম৷ তারপর অন্যরকম ভাবে ভাবলাম৷’
স্বস্তিকা মুখোপাধ্যায়তার কারণও ছিল৷ দৃশ্যটা যেদিন টেক করা হয়, সেদিনই ছিল দিবাকরের ইউনিটে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রথম দিনের শ্যুটিং৷ ‘একেবারে কমফর্ট জোনের বাইরে৷ ইউনিটে কাওকে চিনি না৷ তার ওপর আমার প্রথম হিন্দি ছবি, যশ রাজের মতো বড় প্রোডাকশন হাউজ, তারপর দিবাকরের মতো পারফেকশনিস্ট পরিচালক৷ আবার ভাষাটাও সম্পূর্ণ আয়ত্তে আসেনি৷ হিন্দির তো অদ্ভুত একটা ব্যাকরণ! একটা অপরিসীম চাপ ছিল,’ বলছেন স্বস্তিকা৷ তার মানে কি এটাই তাঁর জীবনে সবচেয়ে কঠিন দৃশ্য ছিল? ‘দৃশ্য কী বলছেন, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবির গোটাটাই আমার জীবনে সবচেয়ে কঠিন কাজ,’ বলছেন ছবির অঙ্গুরী দেবী৷ ‘তার আগে সুশান্তের সঙ্গে ভালো করে পরিচয়টুকুও হয়নি৷ ওকে কেবল টেলিভিশনে দেখেছি৷ আমার মা দেখতেন ওর ধারাবাহিকটা- ‘পবিত্র রিস্তা’- সেখানেই৷ আর ভেবেছি এই ছেলেটা টেলিভিশনে নিজেকে আটকে রেখে নষ্ট করছে কেন? কিন্তু সেদিন নেহাত ‘হাই, হ্যালো’টুকুও হয়নি৷ তার মধ্যে ওই রকম দৃশ্য,’ বলছেন স্বস্তিকা৷ ‘তবে ওটা ঘটনা যে প্রথম ছবিতেই দিবাকরের মতো একজন বাঙালি পরিচালক থাকায় আমার বিরাট সুবিধে হয়েছিল,’ নায়িকার বক্তব্য৷
কী রকম? দিবাকর বলছেন, ‘স্বস্তিকাকে আলাদা করে ডাকলাম৷ ‘স্মুচ’-এর কথা বললাম৷ আর বললাম, ও (সুশান্ত) কোনও কিছু বোঝার আগেই ‘স্মুচ’ করবে৷ তাহলে চমকটা আসবে৷ কিছু না জেনে এমন একটা ব্যাপারের মধ্যে পড়ে গেলে ওর এক্সপ্রেশনটা অনেক রিয়েল হবে৷ আসলে আমি জানি সুশান্ত এমন একজন অভিনেতা যে কীনা শট দেওয়ার আগে থেকে বেশ একটা প্রস্ত্ততি নিয়ে রাখে৷ শটের ভিতরে সারপ্রাইজ ও একেবারেই পছন্দ করে না৷ কিন্তু সেটাই আমি চাইছিলাম৷ চুম্বন বাদ দিয়ে সিনটা যেভাবে রিহার্স করা হয়েছিল সে ভাবেই টেক করা চলতে লাগলো৷ তারপর স্বস্তিকা হঠাত্‍ করেই ঝাঁপিয়ে স্মুচ করলো৷ ওকে সরে যাওয়ার কোনও সুযোগই দিল না৷ সেটের সকলে অবাক হয়ে গেলেন৷ সুশান্ত তো হতবাক! তারপর সকলে স্বাভাবিক হল৷ কিন্তু এই গভীর চুম্বনই দৃশ্যটাকে পুরো আলাদা একটা মাত্রা দিয়ে দিল৷ অর্থাত্‍ দৃশ্যটায় যে অবিশ্বাস, টেনসন, সন্দেহের বাতাবরণের প্রয়োজন ছিল, সেটা ঠিকঠাক মাত্রায় যুক্ত হল৷’
স্বস্তিকার মনে আছে সেদিন কী ঘটেছিল? ‘খুব পরিষ্কার করে মনে নেই৷ আসলে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম৷ কতগুলো টেক হয়েছিল, তাও মনে নেই৷ আসলে দিবাকর এমন একজন পরিচালক যে ব্রিফ করার পরেও অভিনেতার ওপর দৃশ্যের অনেকটাই ছেড়ে দেয়৷ তাই কোনও টেক-এ হয়তো চুমু খেয়েছি, কোনওটায় খাইনি৷ কোনওটায় কেঁদেছি, কোনওটায় কেবল চোখে জল, কোনওটায় চোখ দিয়ে জলও পড়েনি৷ ওভাবে বলেও দেয়নি দিবাকর যে চুমু খেতেই হবে৷ পুরোটই আমার ওপর ছেড়ে দিয়েছিল, এটুকু মনে আছে৷ আমি দৃশ্যের ডিমান্ডটা পূরণ করতে চেষ্টা করেছি সাধ্যমতো,’ বলছেন স্বস্তিকা৷
হতে পারে সুশান্তকে না জানিয়ে, তার অবাক হওয়ার দৃশ্যটায় অনেকখানি প্রাণ সঞ্চার করা গেল৷ টেনশন, সাসপেন্স তৈরি করা গেল৷ পরিচালক খুশি হলেন৷ কিন্তু সুশান্ত-এর কেমন লাগলো এমন এক সারপ্রাইজ? বলা নেই, কওয়া নেই হঠাত্‍ করে অভিনেত্রীর থেকে এমন এক আকস্মিক চুম্বন পেয়ে? জানা যাচ্ছে, সুশান্ত প্রাথমিকভাবে ব্যাপারটায় মোটেই তেমন খুশি হননি৷ ব্যাপারটার পর ধাতস্থ হতেও তাঁর খানিক সময়ে লেগেছে৷ এমন একটা ঝটকা! দীর্ঘ এক স্মুচ, যা দৈর্ঘ্যে পিছনে ফেলে দেবে ‘রাজা হিন্দুস্থানি’-তে আমির খান আর করিশমা কাপুরের স্মুচকেও৷ ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’র এই চুম্বন যে বলিউডের একটি ঐতিহাসিক দৃশ্য হতে চলেছে, সে ব্যাপারে একমত হয়েছেন ইউনিটের অনেকেই৷ আর সবচেয়ে বড় পাওনা, সেই দৃশ্যের রাশ ছিল এক বাঙালি অভিনেত্রীর হাতে, যাঁর প্রথম হিন্দি ছবিতেই তিনি প্রমাণ করেছেন, আবারও, যে দৃশ্যে সাফল্য আনতে তিনি নিজেকে কতটা ভাভতে পারেন৷

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

এক চুমুতেই চমকে দিল স্বস্তিকা!

আপডেট টাইম : ০৩:২৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : স্বস্তিকা-মুখোপাধ্যায়-660x330স্বস্তিকা-মুখোপাধ্যায়শান্তকে বলেছিলেন যে ঘনিষ্ঠ দৃশ্যটায় হয়তো তাঁর ঠোঁট ছোঁয়া হতে পারে৷ অন্যদিকে, স্বস্তিকাকে এক্কেবারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন কোন সময়ে, কেমন ভাবে ‘স্মুচ’ করার দৃশ্যটা টেক করা হবে৷ স্বাভাবিক প্রশ্ন, কেন এমনটা করা হল? দিবাকরের ঘনিষ্ঠদের বক্তব্য, দিবাকর চাইছিলেন দৃশ্যটা এমনভাবেই হোক, যেন সুশান্তের মধ্যে একটা চমকে ওঠার প্রতিক্রিয়া থাকে৷ আগে থেকে ঘন চুম্বন দৃশ্যের ব্রিফিংটা পেয়ে গেলে সুশান্তের মধ্যে আর অবাক হওয়ার অভিব্যক্তিটা সহজে ফুটে উঠবে না, এমনই ভেবেছিলেন দিবাকর৷ সে জন্যই দৃশ্যটা সম্পর্কে কিছুই জানানো হয়নি তাঁকে৷ আর রিহার্সালের তো প্রশ্নই নেই৷ কিন্তু যেহেতু দৃশ্যটায় স্বস্তিকা ‘অ্যাক্টিভ’, তাই তাঁকে আলাদা করে ডেকে সবটা ভালো করে বুঝিয়ে দেন দিবাকর৷
স্বস্তিকা-মুখোপাধ্যায়দিবাকর নিজে কী বলছেন? ‘আসলে ওই দৃশ্যটা সাধারণ কোনও চুম্বনদৃশ্য নয়৷ হিন্দি ছবির আর পাঁচটা চুম্বন দৃশ্যের সঙ্গে এর একটা বিরাট পার্থক্য আছে৷ এই দৃশ্যের মধ্যে খুন, প্রতারণা, তীব্র আবেগ সব মিলিয়ে একটা মারাত্মক ইনোশনের প্রকাশ দরকার ছিল৷ আমি চাইছিলাম আরও কিছু যুক্ত করতে৷ দৃশ্যটাকে আরও খানিক শক্তিশালী করতে৷ সে জন্যই এই চুম্বন৷ এমন একটা সারপ্রাইজ, যা এমনকি দু’জন অভিনতোর মধ্যে একজনকেও একেবারে চমকে দেবে৷’ তাহলে কেমন করে করা হল ব্যাপারটা? পরিচালকের উত্তর, ‘চুম্বন বাদ দিয়ে সিনটা এমনিতে যা ছিল তা আমরা বার কয়েক মহড়া দিয়ে নিয়েছিলাম৷ তারপর দেখতে দেখতে ছ’টা, আটটা টেক দেখতে দেখতে পেরিয়ে গেল৷ কিন্তু কিছুতেই যেন দৃশ্যটার মধ্যে সেই চমকটা আসছিল না, যেটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম৷ তারপর অন্যরকম ভাবে ভাবলাম৷’
স্বস্তিকা মুখোপাধ্যায়তার কারণও ছিল৷ দৃশ্যটা যেদিন টেক করা হয়, সেদিনই ছিল দিবাকরের ইউনিটে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রথম দিনের শ্যুটিং৷ ‘একেবারে কমফর্ট জোনের বাইরে৷ ইউনিটে কাওকে চিনি না৷ তার ওপর আমার প্রথম হিন্দি ছবি, যশ রাজের মতো বড় প্রোডাকশন হাউজ, তারপর দিবাকরের মতো পারফেকশনিস্ট পরিচালক৷ আবার ভাষাটাও সম্পূর্ণ আয়ত্তে আসেনি৷ হিন্দির তো অদ্ভুত একটা ব্যাকরণ! একটা অপরিসীম চাপ ছিল,’ বলছেন স্বস্তিকা৷ তার মানে কি এটাই তাঁর জীবনে সবচেয়ে কঠিন দৃশ্য ছিল? ‘দৃশ্য কী বলছেন, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবির গোটাটাই আমার জীবনে সবচেয়ে কঠিন কাজ,’ বলছেন ছবির অঙ্গুরী দেবী৷ ‘তার আগে সুশান্তের সঙ্গে ভালো করে পরিচয়টুকুও হয়নি৷ ওকে কেবল টেলিভিশনে দেখেছি৷ আমার মা দেখতেন ওর ধারাবাহিকটা- ‘পবিত্র রিস্তা’- সেখানেই৷ আর ভেবেছি এই ছেলেটা টেলিভিশনে নিজেকে আটকে রেখে নষ্ট করছে কেন? কিন্তু সেদিন নেহাত ‘হাই, হ্যালো’টুকুও হয়নি৷ তার মধ্যে ওই রকম দৃশ্য,’ বলছেন স্বস্তিকা৷ ‘তবে ওটা ঘটনা যে প্রথম ছবিতেই দিবাকরের মতো একজন বাঙালি পরিচালক থাকায় আমার বিরাট সুবিধে হয়েছিল,’ নায়িকার বক্তব্য৷
কী রকম? দিবাকর বলছেন, ‘স্বস্তিকাকে আলাদা করে ডাকলাম৷ ‘স্মুচ’-এর কথা বললাম৷ আর বললাম, ও (সুশান্ত) কোনও কিছু বোঝার আগেই ‘স্মুচ’ করবে৷ তাহলে চমকটা আসবে৷ কিছু না জেনে এমন একটা ব্যাপারের মধ্যে পড়ে গেলে ওর এক্সপ্রেশনটা অনেক রিয়েল হবে৷ আসলে আমি জানি সুশান্ত এমন একজন অভিনেতা যে কীনা শট দেওয়ার আগে থেকে বেশ একটা প্রস্ত্ততি নিয়ে রাখে৷ শটের ভিতরে সারপ্রাইজ ও একেবারেই পছন্দ করে না৷ কিন্তু সেটাই আমি চাইছিলাম৷ চুম্বন বাদ দিয়ে সিনটা যেভাবে রিহার্স করা হয়েছিল সে ভাবেই টেক করা চলতে লাগলো৷ তারপর স্বস্তিকা হঠাত্‍ করেই ঝাঁপিয়ে স্মুচ করলো৷ ওকে সরে যাওয়ার কোনও সুযোগই দিল না৷ সেটের সকলে অবাক হয়ে গেলেন৷ সুশান্ত তো হতবাক! তারপর সকলে স্বাভাবিক হল৷ কিন্তু এই গভীর চুম্বনই দৃশ্যটাকে পুরো আলাদা একটা মাত্রা দিয়ে দিল৷ অর্থাত্‍ দৃশ্যটায় যে অবিশ্বাস, টেনসন, সন্দেহের বাতাবরণের প্রয়োজন ছিল, সেটা ঠিকঠাক মাত্রায় যুক্ত হল৷’
স্বস্তিকার মনে আছে সেদিন কী ঘটেছিল? ‘খুব পরিষ্কার করে মনে নেই৷ আসলে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম৷ কতগুলো টেক হয়েছিল, তাও মনে নেই৷ আসলে দিবাকর এমন একজন পরিচালক যে ব্রিফ করার পরেও অভিনেতার ওপর দৃশ্যের অনেকটাই ছেড়ে দেয়৷ তাই কোনও টেক-এ হয়তো চুমু খেয়েছি, কোনওটায় খাইনি৷ কোনওটায় কেঁদেছি, কোনওটায় কেবল চোখে জল, কোনওটায় চোখ দিয়ে জলও পড়েনি৷ ওভাবে বলেও দেয়নি দিবাকর যে চুমু খেতেই হবে৷ পুরোটই আমার ওপর ছেড়ে দিয়েছিল, এটুকু মনে আছে৷ আমি দৃশ্যের ডিমান্ডটা পূরণ করতে চেষ্টা করেছি সাধ্যমতো,’ বলছেন স্বস্তিকা৷
হতে পারে সুশান্তকে না জানিয়ে, তার অবাক হওয়ার দৃশ্যটায় অনেকখানি প্রাণ সঞ্চার করা গেল৷ টেনশন, সাসপেন্স তৈরি করা গেল৷ পরিচালক খুশি হলেন৷ কিন্তু সুশান্ত-এর কেমন লাগলো এমন এক সারপ্রাইজ? বলা নেই, কওয়া নেই হঠাত্‍ করে অভিনেত্রীর থেকে এমন এক আকস্মিক চুম্বন পেয়ে? জানা যাচ্ছে, সুশান্ত প্রাথমিকভাবে ব্যাপারটায় মোটেই তেমন খুশি হননি৷ ব্যাপারটার পর ধাতস্থ হতেও তাঁর খানিক সময়ে লেগেছে৷ এমন একটা ঝটকা! দীর্ঘ এক স্মুচ, যা দৈর্ঘ্যে পিছনে ফেলে দেবে ‘রাজা হিন্দুস্থানি’-তে আমির খান আর করিশমা কাপুরের স্মুচকেও৷ ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’র এই চুম্বন যে বলিউডের একটি ঐতিহাসিক দৃশ্য হতে চলেছে, সে ব্যাপারে একমত হয়েছেন ইউনিটের অনেকেই৷ আর সবচেয়ে বড় পাওনা, সেই দৃশ্যের রাশ ছিল এক বাঙালি অভিনেত্রীর হাতে, যাঁর প্রথম হিন্দি ছবিতেই তিনি প্রমাণ করেছেন, আবারও, যে দৃশ্যে সাফল্য আনতে তিনি নিজেকে কতটা ভাভতে পারেন৷