ফারুক আহম্মেদ সুজন : জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী প্রথম দফার হরতাল শুরু হয়েছে। শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত হরতাল চলবে।
মঙ্গলবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক যৌথ বিবৃতির মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার তিন দিন হরতালের ঘোষণা দেন। এছাড়াও শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।
এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান