আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৭৫এ দাড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল। তবে ক্ষয়ক্ষতি নিরুপন সম্ভব হয়নি।
রোববার বাংলাদেশী সময় সকালে শক্তিশালী এই ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে ১৭৫ জন লোক নিহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এসব কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ইউনান প্রদেশের ওয়েনপিং থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
স্থানীয় এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, ভূমিকম্পে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গত ১৪ বছরের মধ্যে ভূমিকম্পটি অনেক বেশি শক্তিশালী ছিল। ১৯৯৭ সালে ইউনানে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে ১৯৭০ সালে কমপক্ষে ১৫ হাজার ব্যক্তি নিহত হয়।