বাংলার খবর২৪.কম : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ পুনর্বিবেচনার আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার সংস্থার ঢাকাস্থ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ইইউ মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
সংস্থাটি বাংলাদেশকে মনে করিয়ে দেয় যেকোন মামলা এবং পরিস্থিতিতে ইইউ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এবং বিশ্বব্যাপী এই বিধানের বিলুপ্তির জন্য সবসময়ই আহবান জানিয়ে আসছে তারা।
ইইউ আরো জানায়, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী ১৯৭১ এর যুদ্ধাপরাধের বিচারকার্য ইইউ প্রত্যক্ষভাবেই অনুসরণ করছিল। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকার্যের শুরু থেকেই সম্ভাব্য মৃত্যুদণ্ডের ব্যাপারে তাদের বিপক্ষে অবস্থানের কথা জানিয়ে আসছিল।
সংস্থাটির দাবি, এখন মাওলানা মতিউর রহমান নিজামীর মামলাটি এমন এক অবস্থানে এসে পৌঁছেছে যেখানে তার মৃত্যুদণ্ডাদেশ চরম হুমকি স্বরুপ। নিজামীর আপিলের সুযোগ এখনো থাকলেও ইইউ মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ সরকারকে মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্ত করার প্রথম ধাপ হিসেবে নিজামীর এ ফাঁসির আদেশ স্থগিত করার আহবান জানায় ইউরোপীয় ইউনিয়ন।
বিজ্ঞপ্তিটি:
Statement from the EU Delegation to Bangladesh
The Delegation of the European Union reiterates its opposition to the death penalty
The Delegation of the European Union to Bangladesh recalls that the EU is opposed to the use of capital punishment in all cases and under all circumstances, and has consistently called for its universal abolition.
The Delegation has followed the judicial proceedings in Bangladesh concerning the crimes committed during the war preceding the independence of Bangladesh in 1971. From the start of the trials, the EU Delegation has repeatedly stressed its concern about the possible application of the death penalty under the International Crimes (Tribunals) Act.
The case of Mr. Motiur Rahman Nizami has now reached a stage where an execution of the death sentence constitutes a serious threat. Despite Mr. Nizami’s right to appeal, the EU Delegation to Bangladesh reiterates its principal position against the death penalty.
The European Union Delegation to Bangladesh calls on the Bangladeshi authorities to commute the sentence and to introduce a moratorium on executions as a first step towards definitive abolition of capital punishment.
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান