বাংলার খবর২৪.কম : প্রাণান্তকর চেষ্টা-তদবিরেও শেষ রক্ষা হলো না দুর্নীতির দায়ে বদলি হওয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) অপর্ণা বৈদ্যর। বদলির আদেশ পরিবর্তন করে বন্দরে থেকে যাওয়ার জন্য প্রশাসনের একটি অংশের আনুকূল্য পেয়েও শেষ পর্যন্ত আর থাকতে পারেননি। বদলি আদেশের দীর্ঘ একমাস পর আজ বুধবার তাকে বিদায় নিতেই হয়েছে। কারণ হিসাবে জানা গেছে, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে অপর্ণা বৈদ্যর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গত ২৮ অক্টোবর বন্দর থেকে বদলি করা হয়। বদলির একমাস পরও তিনি বন্দরে থেকে যাওয়ায় তাকে নিয়ে প্রশাসনের উচ্চমহলে একটি নেতিবাচক ধারণার জন্ম নেয় বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে তার বিদায়ে সন্তুষ্টি প্রকাশ করে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ প্রতিবেদককে জানিয়েছেন যে, তার অত্যাচারে ও দুর্নীতির কারণে তারা চরম অতীষ্ঠ হয়ে উঠেছিলেন। তার অপকর্মের জের হিসেবে উপজেলার প্রশাসনের ভিতর এক ধরনের বিশৃংখলাও তৈরি হয়েছিলো। অপর্ণা বৈদ্যর কারণে তাদেরকে নিয়মিত একটি আতংকের ভিতর কাজ করতে হয়েছে।
ভূমি অফিসের কর্মচারীরা আরো জানান, বিদায়ী এসিল্যান্ডের চাহিদা ছিল অনেক বেশী, তাই তাদের পক্ষে তার চাহিদা পুরণ করা অসম্ভব হয়ে পড়তো। এ ছাড়া তিনি প্রতিনিয়ত ঢাকা থেকে যাতায়াত করে অফিস করতেন বিধায় তার পক্ষে নিয়মিত সঠিক সময়ে উপস্থিত হওয়া কঠিন হতো এবং অফিসের কাজে চরম ব্যাঘাত ঘটতো। এতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়েছে। মানুষ অনেকটাই ক্ষেপে উঠেছিলো। সঠিক সময়ে সেবা না পাওয়ায় উত্তেজিত জনসাধারণ প্রায়ই এসিল্যান্ড অফিসে গন্ডগোল বাধাতো। ভূমি অফিসের একজন সার্ভেয়ার নাম প্রকাশ না করার শর্তে এই মর্মে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, অপর্ণা বৈদ্যর অত্যাচারে ভূমি অফিসের সবাই এতটা অতীষ্ঠ হয়ে উঠেছিল যে তারা তার বিদায়ে কোন বিদায় অনুষ্ঠান পর্যন্ত আয়োজন করেনি।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগে বদলি হওয়া এসিল্যান্ড অপর্ণা বৈদ্যকে আজ বুধবার বিদায় করে দেয়া হয়েছে। গত ১৭ অক্টোবর স্থানীয় জনগণ এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানব বন্দন ও স্মারকলিপি প্রদান করলে ঢাকার বিভাগীয় কমিশনার তাকে নরসিংদীর শিবপুরে বদলি করেন। এদিকে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব নিয়েছেন নতুন যোগদানকৃত কর্মকর্তা আসিফ কবীর। জানা গেছে, অপর্ণা বৈদ্যর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ সমূহের বিষয়ে গঠিত তদন্ত কমিটি এখনো তদন্ত কাজ অব্যাহত রেখেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান