বাংলার খবর২৪.কম : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চে চোরের কারণে যাত্রীদের মাঝে আতংক ও হট্টগোল সৃষ্টি হয়। এ সময় লঞ্চ নোঙ্গর করতে হয় মাঝ নদীতে।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে মুক্তারপুর সেতু নিচে ভোলাগামী একটি লঞ্চে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানা যায়, ঢাকার সদর ঘাট লঞ্চ ঘাট থেকে জামাল-৩ নামের লঞ্চটি ভোলার উদ্দেশে সোয়া ৭ টায় ছেড়ে আসে। মুন্সীগঞ্জ সীমানাধীন ধলেশ্বরী নদীতে এলে অজ্ঞাত (২৭) চোর এক মহিলা যাত্রীর কানের গহনা নেয়ার জন্য টান দেয়।
এসময় ওই মহিলা চিৎকার করলে লঞ্চে হট্টগোল সৃষ্টি হয়। তবে ঘটনার পরপর চোরটি নদীতে ঝাপ দেয়। এবং লঞ্চটি মাঝ নদীতে নোঙ্গর করা হয়।
মুক্তারপুর নৌফাড়ি ইনচার্জ মোঃ মোশারফ হোসেন জানান, ঘটনার পরপর নদীতে টহলরত দুটি নৌপুলিশ লঞ্চটির অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং চোরটিকে খুঁজতে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে চোরটিকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, এ ঘটনায় কোন যাত্রীর মালামাল চুরি যাওয়ার ঘটনা ঘটেনি। তবে লঞ্চটি সোয়া ৯ টায় তার গন্তব্যের উদ্দেশে রওনা হয়।