বাংলার খবর২৪.কম : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের কার্য নির্বাহী পরিষদ নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০ টায় মমতাজ ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে তা দুপুর ১২টায় শেষ হয়। ভোট গণনা শেষে দুপুর দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আ খ ম ওয়ালিউল্লাহ।
নির্বাচনে প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ৪৭ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪৯ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া পুনঃনির্বাচিত হয়েছেন।
এদিকে সভাপতি সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ওই সব পদে কোন ভোট গ্রহণ করা হয়নি।
ফলে সহ-সভাপতি পদে ড. মুহাম্মদ আব্দুল মালেক, ড.মো. শফিকুল ইসলাম, ড.মো. আকরাম হোসাইন মজুমদার, ড. মো. শাহজাহান আলী, মো. গিয়াস উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. শাহিনুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক পদে মোছা. খোদেজা খাতুন, কোষাধ্যক্ষ ড. মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ড. এ কে এম নুরুল ইসলাম, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ বি এম জাকির হোসেন, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক মো. রাশেদুজ্জামান, হিলা বিষয়ক সম্পাদক ড. নূরুন নাহার, কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে ড. মো. শহীদুল ইসলাম নূরী ও ড. নজিবুল হক নির্বাচিত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান