বাংলার খবর২৪.কম : রাজধানীর উত্তর বাড্ডায় ভেজাল ও ডিম ছাড়া নুডুলস তৈরির অপরাধে একটি কোম্পানি সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণীর ক্রেস্পকো ইন্ডাস্ট্রিতে এই অভিযান চালানো হয়।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, প্রতিষ্ঠানটি ডিম ছাড়া নুডুলস তৈরি করে ডিম দিয়ে তৈরি বলে বাজারজাত করে আসছিল। এছাড়াও তারা ভেজাল ভিনেগার তৈরি করছিল। ভেজাল খাদ্য তৈরির অপরাধে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানার মালিক এবং এক কর্মচারিকে গ্রেফতার করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।