বাংলার খবর২৪.কম : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী অন্ত:সত্ত্বা ফাতেমা আক্তারের ইজ্জতের মূল্য ষাট হাজার টাকা নির্ধারণ করেছে গ্রাম্য মাতাব্বরা! উথুরী গ্রামের গামা মিয়ার মেয়ে ফাতেমা আক্তার।
জানা গেছে, চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই যৌন হয়রানি শিকার হত একই গ্রামের সম্পর্কের ফুফাত ভাই এবং চার সন্তানের জনক রাসেল মিয়ার কাছে।
এক পর্যায়ে, গত পাঁচ মাস আগে রাতে স্কুল ছাত্রী ফাতেমাকে জোর পূর্বক ধর্ষণ করে রাসেল। এতে ফাতেমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে তার পরিবারের লোকজন জানান।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতাব্বর প্রবাসী মোতালেব ও দুলাল মিয়া নেতৃত্বে সোমবার গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশে ধর্ষিতা ফাতেমার সাথে ধর্ষক রাসেলের বিয়ে এবং ষাট হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খোকন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষ মীমাংসার জন্য এলাকার লোকজনদের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপরে গ্রাম্য মাতাব্বর প্রবাসী মোতালেব মুঠোফোনে জানান, অনাগত সন্তানের কথা চিন্তা করে কিশোরীর সাথে ধর্ষক রাসেলকে বিয়ে এবং ষাট হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ধর্ষক রাসেল আত্মগোপনে রয়েছে বলে এলাকাবাসীরা জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান