বাংলার খবর২৪.কম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বহস্পতি-ররি ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান তিনদিনের হরতালের ঘোষণা দেন।
ট্রাইব্যুনালের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার নিজামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটিতে ফাঁসি এবং চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।