বাংলার খবর২৪.কম :নাটোর শহরের লালবাজার এলাকার স্বর্ণকারপট্টিতে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে কারুকাঞ্চন জুয়েলার্স নামের একটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের লালবাজার এলাকার এই ঘটনায় আহত হয় তিন জন।
আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও পুলিশ সুপার বাসুদেব বনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারুকাঞ্চন জুয়েলার্সের পরিচালক তপন কর্মকার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র ডাকাত একটি মাইক্রোবাস যোগে লালবাজার এলাকায় এসে ককটেল বিস্ফোরণ করে ও গুলি চালায় এবং এলাকায় আতংকের সৃষ্টি করে দোকানে প্রবেশ করে। পরে তারা দোকানের কর্মচারী ও পরিচালককে মারধর করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।
এসময় আহত হয় দোকানের কর্মচারী অশোক মৈত্র (৪৫), প্রদীপ কুমার (৫০) ও পথচারী সাখাওয়াত হোসেন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও গুরুতর আহত অশোক মৈত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কি পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শহরের বাহিরে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান