বাংলার খবর২৪.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ১৬ সাংবাদিকদের স্থায়ী জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের বিচারক মোহাম্মাদ ইফনুস খান এ জামিন মঞ্জুর করেন।
এদিকে সাংবাদিকদের মধ্যে মারামারির ঘটনায় দায়ের করা অপর মামলায় একই আদালত থেকে জামিন পেয়েছেন কাজী মোবারক হোসেনসহ পাঁচ সাংবাদিক ও অজ্ঞাত ব্যক্তিরা।
গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন সাংবাদিক আহত হন। সংঘর্ষের দুই দিন পর কাজী মোবারক বাদী হয়ে কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসীম রেজাকে প্রধান আসামি করে সমকাল, প্রথমআলো, জনকণ্ঠ, ইত্তেফাক, শীর্ষনিউজের প্রতিনিধিসহ ১৬ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে একই দিনে জসীম রেজা বাদী হয়ে কোতয়ালী থানায় পাল্টা আরেকটি মামলা করেন।