বাংলার খবর২৪.কম : ঢাকা-খুলনা মহাসড়কে ফের সক্রিয় হয়ে উঠেছে ডাকাতরা। মহাসড়কের উপর গাছের গুঁড়ি ফেলে ফরিদপুরের মধুখালী এলাকায় গত তিন রাতে একাধিক মালবাহী ট্রাকে ও যাত্রীবাহী পরিবহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় ডাকাতদল।
ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত কয়েকজন যাত্রীকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মহাসড়কে ডাকাতির ঘটনায় থানা পুলিশ তত্পর হলেও ডাকাতদলের কোনো সদস্যকে আটক করতে পারেনি।
ডাকাতির ঘটনায় মহাসড়কে চলাচলকারী পরিবহন মালিক ও যাত্রীরা চরম আতংকের মধ্যে রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালী উপজেলার মালেকা চক্ষু হাসপাতালের সামনে গতকাল সোমবার রাতে মহাসড়কের উপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতরা যাত্রীবাহী পরিবহন ও মালবাহী ট্রাক আটকে দেয়। প্রথমেই ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দ্যেশে ছেড়ে আসা সোহাগ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৪-২০১৪) ডাকাতরা গেট ভেঙ্গে গাড়ির ভিতর ঢুকে যাত্রীদের কাছ থেকে প্রায় ২০টি মোবাইল সেট, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে নেয়।
এসময় কয়েক যাত্রী ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের উপর হামলা চালায়। হামলায় কয়েক যাত্রী আহত হয়। আহতদের মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শুক্র ও শনিবার রাতেও মহাসড়কের উপজেলার আলতু খান জুটমিলের সামনে ডাকাতরা গাছের গুঁড়ি ফেলে যাত্রীবাহী পরিবহন ও মালবাহী ট্রাকে ডাকাতি করে।
একই সময়ে পার্শ্ববর্তী আঞ্চলিক সড়কে ফজলু নামের এক নসিমন চালককে ডাকাতরা কুপিয়ে জখম করে। তবে শনিবার রাতে ডাকাতির সংবাদ পেয়ে থানা পুলিশের এক এসআই ডাকাতদের আটক করার জন্য ঘটনাস্থল থেকে দূরে ওত পেতে অবস্থান নেয়।
সে সময়ই একটি অজ্ঞাতনামা ট্রাক পুলিশ বহনকারী পিকআপটিকে ধাক্কা দেয়। এসময় কর্তব্যরত এসআই আহত হন।
সোহাগ পরিবহনের চেকার রবিউল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দ্যেশে ছেড়ে আসা সোহাগ পরিবহনের ১৯৮ নম্বর কোচটিতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা মোবাইল, নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। ডাকাতরা গাড়ির চালকসহ চারজনকে কুপিয়ে জখম করে।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে থানা পুলিশ ডাকাতদের ধরার জন্য তৎপর রয়েছে।
ডাকাতদের আটক করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালনো হচ্ছে। তিনি আরও জানান, সংবাদ পেয়েছি কিছু ডাকাত জেল থেকে জামিনে বের হয়ে এলাকায় এসেছে, তারাই এ ধরনের কর্মকা-ে জড়িত বলে মনে হচ্ছে। তাদেরকেও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়াও মহাসড়কে পুলিশী টহল আরও জোরদার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান