বাংলার খবর২৪.কম : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী দুই যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৫টার দিকে।
গুলিবিদ্ধরা হলেন- ইদ্রিস আলী (২৫) ও চাইনু মিঞা (৩০)। ইদ্রিস আলী উপজেলার হরিণমারী ইউনিয়নের তালতলা গ্রামের কলিজ উদ্দিনের ছেলে। চাইনু মিঞা একই ইউনিয়নের বর্ষা গ্রামের দুদু মিঞার ছেলে। আহতদের পরিবার গুলি লাগার বিষয়টি নিশ্চিত করেছে।
ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলার ও ২ নম্বর সাব পিলার এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় ১৪ সোনামতি বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। তারা গুলিবিদ্ধ হওয়ার পর আত্মগোপনে রয়েছেন। বাড়ি ও আশপাশের এলাকায় তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদ নোটসহ আলোচনার জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান