বাংলার খবর২৪.কম : অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার বাঘ খ্যাত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪১তম জন্মবার্ষিকী রবিবার (আজ)। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়াবাড়িতে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ওয়াজেদ আলী ও মাতা সৈয়দুন্নেছা। শের-ই-বাংলার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়ার মামাবাড়িতে তার বহু জন্মস্মৃতি থাকলেও তা এখন বিলুপ্তপ্রায়। আজ পর্যন্ত এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। অযত্ন-অবহেলায় পড়ে আছে শের-ই-বাংলার জন্মস্মৃতি।
শের-ই-বাংলার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে এই মামাবাড়িতে। তার জন্মস্থান সাতুরিয়ার মিয়াবাড়ির সেই আঁতুড়ঘর ও পাকা ভবন এখন সংস্কারবিহীন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মাত্র কয়েক বছর আগেও শের-ই-বাংলার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এখানে দেখা গেলেও এখন আর তার কোনো অস্তিত্বই নেই। শের-ই-বাংলা প্রতিষ্ঠিত সাতুরিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় নামে সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও তার ভবনসহ শিক্ষাব্যবস্থা বিভিন্ন সমস্যায় জর্জরিত। দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে এসে কোনো স্মৃতিচিহ্ন না দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এলাকাবাসী বলছেন, দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে গেছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এই ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবি জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দুঃখের বিষয় এমন একজন মহান নেতার জন্মস্থান অবহেলিত অবস্থায় পড়ে আছে। তার জন্মভবনটি সংস্কার করে তার স্মৃতি সংরক্ষণ করা অতি প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, তার স্মৃতি রক্ষার্থে ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন মহলে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে শের-ই-বাংলার নামে একটি গ্রন্থাগার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। তবে ভবন সংস্কারে সরকারের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করা হবে।
উদ্বোধন হচ্ছে শের-ই-বাংলা রিসার্চ ইনস্টিটিউট
মহান এই নেতার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়ায় রবিবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হচ্ছে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট ভবন। ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের উদ্যোগে ও অর্থায়নে এই রিসার্চ ইনস্টিটিউটটি স্থাপিত হচ্ছে। রেজাউল করিমের প্রতিষ্ঠিত কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসেই রিসার্চ ইনস্টিটিউটের দ্বিতল ভবন অবস্থিত। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকবে বলে জানান আয়োজকরা।
ভবনের উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর মোহাম্মদ হানিফ ও ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী। সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ নজরুল