অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

চট্টগ্রামে ৪৫৪ কোটি ব্যয়ে ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষর

বাংলার খবর২৪.কম 1414507993: চট্টগ্রামে ৪৫৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার দুপুরে যৌথভাবে কার্যাদেশ পাওয়া চীনা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিনের (জেভি) সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানান চউক’র চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে আশা রাখি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১০ সেপ্টেম্বর একনেক, পরিকল্পনা কমিশন ও সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করার যে উদ্যোগ তা একধাপ এগিয়ে দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যান চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

চউক চেয়ারম্যান আরও বলেন, ২০১৬ সালের জুনে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ফ্লাইওভার নির্মাণ হলে দেশের সার্বিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তবে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, নগরীতে সাবলীলভাবে যানবাহন চলাচলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সাতটি সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩ নম্বরে বলা হয়েছে, যানবাহনের চাপের ওপর সমীক্ষার ভিত্তিতে চউক দুই নম্বর গেট ও জিউসি মোড় অন্তর্ভুক্ত করে ফ্লাইওভার নির্মাণ বিবেচনা করা যেতে পারে। কিন্তু ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের মুরাদপুর-লালখান বাজার প্রস্তাবিত ফ্লাইওভারটি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যা পুনঃনিরীক্ষার দাবি রাখে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল, চসিক প্যানেল মেয়র মোহম্মদ হোসেন, চউক বোর্ড মেম্বার জসিম উদ্দিন ও টিপু সুলতান, চউক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১০ সালের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ও কদমতলীসহ পাঁচটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে বহদ্দারহাট ফ্লাইওভার ও দেওয়ানহাট ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। পাঁচটি ফ্লাইওভারের মধ্যে বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হলেও মুরাদপুর মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড়ের ফ্লাইওভার তিনটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হয়।

মুরাদপুর মোড়ে ১৮০৪ ফুট লম্বা চার লেন, ষোলশহর ২ নম্বর গেট মোড়েও ১৮০৪ ফুট লম্বা চার লেন এবং জিইসি মোড়ে ১৮৫৩ ফুট লম্বা চার লেন ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৫০ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের আগে চউক ডিডিসি, এসএআরএম, ডিপিএম-জেভিকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম! 

চট্টগ্রামে ৪৫৪ কোটি ব্যয়ে ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : ০৩:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম 1414507993: চট্টগ্রামে ৪৫৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার দুপুরে যৌথভাবে কার্যাদেশ পাওয়া চীনা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিনের (জেভি) সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানান চউক’র চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে আশা রাখি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১০ সেপ্টেম্বর একনেক, পরিকল্পনা কমিশন ও সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করার যে উদ্যোগ তা একধাপ এগিয়ে দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যান চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

চউক চেয়ারম্যান আরও বলেন, ২০১৬ সালের জুনে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ফ্লাইওভার নির্মাণ হলে দেশের সার্বিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তবে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, নগরীতে সাবলীলভাবে যানবাহন চলাচলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সাতটি সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩ নম্বরে বলা হয়েছে, যানবাহনের চাপের ওপর সমীক্ষার ভিত্তিতে চউক দুই নম্বর গেট ও জিউসি মোড় অন্তর্ভুক্ত করে ফ্লাইওভার নির্মাণ বিবেচনা করা যেতে পারে। কিন্তু ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের মুরাদপুর-লালখান বাজার প্রস্তাবিত ফ্লাইওভারটি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যা পুনঃনিরীক্ষার দাবি রাখে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল, চসিক প্যানেল মেয়র মোহম্মদ হোসেন, চউক বোর্ড মেম্বার জসিম উদ্দিন ও টিপু সুলতান, চউক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১০ সালের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ও কদমতলীসহ পাঁচটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে বহদ্দারহাট ফ্লাইওভার ও দেওয়ানহাট ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। পাঁচটি ফ্লাইওভারের মধ্যে বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হলেও মুরাদপুর মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড়ের ফ্লাইওভার তিনটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হয়।

মুরাদপুর মোড়ে ১৮০৪ ফুট লম্বা চার লেন, ষোলশহর ২ নম্বর গেট মোড়েও ১৮০৪ ফুট লম্বা চার লেন এবং জিইসি মোড়ে ১৮৫৩ ফুট লম্বা চার লেন ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৫০ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের আগে চউক ডিডিসি, এসএআরএম, ডিপিএম-জেভিকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে।