বাংলার খবর২৪.কম : জেলার কচুয়া উপজেলার বড়তুলাগাঁও গ্রামে শনিবার রাতে দুই বোন বিষপান করেছেন। বিষপানে বড় বোন রেহানা আক্তার (১৬) মারা গেলেও ছোট বোন সাথী আক্তার (১৫) মৃত্যুর সন্ধিক্ষণে।
শনিবার রাতে দুই বোন ঘুমাতে যাওয়ার আগে ভুলবশত কীটনাশক পান করেন। রাতেই দুই বোনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার বড় বোন রেহানা আক্তারকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও এলাকাবাসী জানান, উপজেলার বড়তুলাগাঁও গ্রামের আব্দুল মমিনের মেয়ে রেহানা আক্তার ও সাথী আক্তার বিষপান করেন। পরিবারের সদস্যদের দাবি, ভুলবশত ভিটামিন ওষুধের পরিবর্তে বিষপান করেন তারা।
হাসপাতালে থাকা বাবা আবদুল মমিন জানান, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ওষুধ মনে করে ঘরে রাখা কীটনাশক খেয়ে ফেলে।
কচুয়া থানার উপ-পরিদর্শক সাদেকুর রহমান সাদেক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে বলেন, ভুলবশত কীটনাশক পান করেছে দুই বোন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান