বাংলার খবর২৪.কম : ক্রিকেটে উল্লাসের দিনে ফুটবল মাঠেও এলো এক দুর্দান্ত জয়। রাজশাহীর মাটিতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলেও জয়ী বাংলাদেশ
মাঠে বলের দখল নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা, পেছনে দর্শকের উপচে পড়া ভীড়- ফোকাস বাংলা
আজ সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যে অধিনায়ক মামুনুল ইসলামকে ফাউল করা হয় হয় বক্সের ভেতর। পেনাল্টি পায় বাংলাদেশ। সুযোগটা হাতছাড়া করলেন না জাহিদ হাসান এমিলি। আন্তর্জাতিক ম্যাচে নিজের ১৮ নম্বর গোলটা করে ফেললেন এই সুযোগেই। শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য।
২৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় শ্রীলঙ্কা। গোলরক্ষক রাসেল মাহমুদের দক্ষতায় বৃথা যায় সেটি।
আজ অবশ্য বাংলাদেশ দলের পারফরমেন্স শ্রীলঙ্কার চেয়ে চৌকষ ছিল শুরু থেকেই। রক্ষণ, আক্রমণ কিংবা মধ্যমাঠের নিয়ন্ত্রণ- কিছুতেই এমিলিদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছিল না সফরকারীরা। ৩২ মিনিটে বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে গোল করা শ্রীলঙ্কার রোশানের ফ্রি কিক বৃথা যায় গোলবারে লেগে।
বিরতির আগেই চোট নিয়ে মাঠ ছাড়েন মধ্য মাঠের জাদুকর মামুনুল ইসলাম। দ্বিতীয়ার্ধে তারপরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু এমিলির হেড লক্ষ্যভেদ করতে না পারায় এবং মিঠুন চৌধুরী অফসাইডের ফাঁদে পড়ায় সুযোগগুলো কাজে লাগেনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয়ই মেনে নিতে হল শ্রীলঙ্কাকে।
এতে জয় দিয়ে শুভসূচনা হল রাজশাহী ভেন্যুর। আর চার বছর আগে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের প্রতিশোধটাও তুলে নিল বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান