বাংলার খবর২৪.কম : বিবিয়ানা বর্ধিত ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। মঙ্গলবার ওই ক্ষেত্র থেকে প্রায় চার কোটি ঘনফুট গ্যাস তোলা হয়েছে। পর্যায়ক্রমে এই উত্তোলন ৩০ কোটি ঘনফুট পর্যন্ত বাড়ানো হবে। গ্যাস উত্তোলনের খবর নিশ্চিত করেছে শেভরণ বাংলাদেশ।
পেট্রোবাংলা সূত্র জানায়, আগে বিবিয়ানায় কূপ ছিল ১২ টি। সেখান থেকে ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। গতকাল ১৭ টি কূপ থেকে ৮৯ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই গ্যাস যোগ হওয়ার পরে শুধু শেভরনের উত্তোলনের পরিমান হবে ১৪০ কোটি ঘনফুট। যা বাংলাদেশের মোট গ্যাস উত্তোলনের প্রায় ৪০ ভাগ। এছাড়াও এখান থেকে প্রতিদিন বাড়তি প্রায় পাঁচ হাজার ব্যারেল তরল গ্যাস (কনডেনসেট) উঠবে। বর্তমানে প্রায় চার হাজার ব্যারেল কনডেনসেট তোলা হয়। মোট নয় হাজার ব্যারেল কনডেনসেট তোলা হবে। সিলেটের বিবিয়ানায় অবস্থিত বিবিয়ানা ক্ষেত্র থেকে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস তোলা হয়।
আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস উত্তোলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে শেভরন কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জে জনসন বলেন, বিবিয়ানা ক্ষেত্রের এই গ্যাস এশিয়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। বিবিয়ানার সম্প্রসারণ এশিয়ায় জ্বালানী চাহিদা পুরণে শেভরনের যে প্রতিশ্রতি ছিল তা প্রতিফলিত হয়েছে।
শেভরন এশিয়া প্যাসিফিক অনুসল্পব্দান ও উৎপাদন এর প্রেসিডেন্ট মেলডি মায়ার বলেন, বাংলাদেশে অন্যতম সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারী হিসেবে শেভরণ বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক সহযোগিতায় শেভরণ ভূমিকা রাখছে।
শেভরণ বাংলাদেশ সূত্র জানায়, বিবিয়ানার বর্ধিত অংশে নতুন করে ১২টি কূপ খনন করা হয়েছিল। সেখান থেকেই এই বাড়তি ৩০ কোটি ঘনফুট গ্যাস উঠবে। কূপ খননের পাশাপাশি গ্যাস প্রক্রিয়া কেন্দ্রর ক্ষমতাও বাড়ানো হয়েছে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানায়, বিবিয়ানা সম্প্রসারণ ক্ষেত্র থেকে গ্যাস তোলা শুরু হয়েছে। এর ফলে গ্যাসের যে ঘাটতি আছে তা কিছুটা কমে আসবে। বিদ্যুৎ উৎপাদনেও বাড়তি গ্যাস দেয়া সম্ভব হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান