প্রতিনিধি,বরিশাল:আগামীকাল সোমবার থেকে থেকে শুরু হচ্ছে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। নগরীর বান্দ রোডের বঙ্গবন্ধু উদ্যানে এ মেলা চলবে ১৫ দিন ।
বরিশাল জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করেছে।
এবারের বৃক্ষমেলায় ৫০ টি স্টলের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫টি সরকারি ও ৩৫ বেসরকারি স্টল। বন বিভাগ জানিয়েছে, প্রায় সব স্টলই বুকিং হয়ে গেছে ।
নগরী, বানারীপাড়া, স্বরুপকাঠি ও উজিরপুরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ফলজ, বনজ , ঔষধি এবং সৌন্দর্য্যবর্ধক গাছ নিয়ে ইতমধ্যে মেলা প্রাঙ্গনে পৌঁছে গেছেন দোকানী ও নার্সারী মালিকরা।
সামাজিক বন বিভাগ এর রেঞ্জ অফিসার হুমায়ুন কবির জানান, এবছর মেলার প্রচার, প্রচারনা এবং উদ্বোধণী অনুষ্ঠানের ব্যয় মিটাতে স্টল প্রতি চাঁরশ থেকে পাঁচশ টাকা করে ভাড়া নেয়া হয়েছে। মেলা আয়োজনের জন্য এবার প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় তারা এ ভাড়া নিচ্ছেন বলে জানিয়েছেন। স্টল মালিকরা জানান,প্রতিবছর বিনামূল্যে স্টল দেওয়া হতো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান