বাংলার খবর২৪.কম : যাত্রা শুরু করেছিল ২০০৬ সালে। আর ফিরে আসল আট বছর পর! ঠিক ফিরে এসেছে বলা যায় না, মরুভূমি অঞ্চলে নিখোঁজ হওয়া মিসরীয় ট্রেনটির সন্ধান পাওয়া গেছে কিছুদিন আগে।
মিসরের আল মাসরি আল ইউম পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিম রাজ্য নিউ ভ্যালির দাখলা শহর থেকে আট বছর আগে ট্রেনটি হারিয়ে গিয়েছিল।
তদন্তে বলা হয়েছে, মরুভূমির উপর দিয়ে যাওয়া রেললাইন থেকে দাখলা এলাকায় ট্রেনটিকে আটকায় চোরের দল। তারা ট্রেনটিকে চালিয়ে মরুভূমির ১৫০ কিলোমিটার ভেতরে নিয়ে যায়। এ কারণে পরবর্তী সময়ে ট্রেনটির অবস্থান নিশ্চিত করা যায়নি। এমনকি ট্রেনচালকের ভাগ্যে কী ঘটেছে তাও জানেন না কর্মকর্তারা। দেশটির রেলওয়ে বিভাগ জার্মানিতে নির্মিত ওই হেঁশেল ট্রেনটি সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই কমিটি ট্রেনের কোচগুলো উদ্ধারে টেন্ডার আহ্বানের ব্যাপারে একমত হয়েছেন। এ কার্যক্রমে ২০ লাখ মিসরীয় পাউন্ড খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর থেকেই ট্রেনটি আবারও নিয়মিত রুটে চলাচল করতে পারবে। প্রসঙ্গত, রেল যোগাযোগের ইতিহাসে অন্যতম প্রাচীন দেশ হিসেবে মিসরে ট্রেন চলাচল শুরু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান