
স্টাফ রিপোর্টার : ১০ এপ্রিল ২০২৫ তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্সে ২০২৪ অর্থবছরে অসাধারণ পারফরম্যান্সের জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ সম্মানে ভূষিত করেছে সিসকো।
সিসকোর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিন এশিয়া অঞ্চলের ব্যবসায়িক অংশীদারদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে এই পুরষ্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার-হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সলিউশনস বিজনেস মো. রুহুল আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকো এশিয়া প্যাসিফিক, জাপান এবং গ্রেটার চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডেইভ ওয়েস্ট, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের প্রেসিডেন্ট ডেইজি চিত্তিলাপিলি,সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের পার্টনার অ্যান্ড আরটিএম সেলসের ব্যবস্থাপনা পরিচালক অশোক শিবশঙ্কর,এবং সিসকোর পার্টনার সেলসের ভাইস প্রেসিডেন্ট কার্তিকা প্রিহাদি। সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স হলো সিসকোর পার্টনার ইকোসিস্টেমের সফলতা ও শক্তিমত্তা উদযাপনের অন্যতম প্রধান জাঁকজমকপূর্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তিগত অগ্রগতি অন্বেষণ এবং সহযোগিতা নিশ্চিতের জন্য আন্তরিক পরিবেশে প্রধান অংশীজন, বৈশ্বিক ও আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের একত্রিত করে থাকে। এই বছর, সিসকো শিল্প ভিত্তিক উদ্ভাবন, বর্ধিত নিরাপত্তা এবং ইন্টালিজেন্ট সল্যুশনের মূল চালিকা শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর রূপান্তরমূলক সম্ভাবনার উপর জোর দিয়েছে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ সম্মানে ভূষিত করায় সিসকো’কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তাছাড়াও তিনি সিসকো বাংলাদেশ অফিসের সকল কর্মকর্তা, কর্পোরেট কাস্টমার এবং নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উন্নতি সাধনের কোন বিকল্প নেই। আমরা, স্মার্ট টেকনোলজিস পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তিপন্য ও সেবা বাংলাদেশের সর্বোস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি দুনিয়ায় আমরা বাংলাদেশের পদচারনাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবো যা ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ বিনির্মানের মূল চালিকা শক্তিতে পরিনত হবে।