
নিজস্ব (সংবাদদাতা)
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শিউলি বেগম (৩২) নামে এক জননী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পাটগ্রাম হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় মারা শিউলি বেগম ।
নিহত শিউলি বেগম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া গ্রামের সফিকুলের মেয়ে ।
জানা যায় একই উপজেলার রহমানপুর পাঠানটারী জয়নাল আবেদীন ছেলে মো: সাফিউল ইসলামের সাথে বিয়ে হয়েছিল। সাফিউল ইসলাম পাটগ্রাম ইউনিয়ন রহমানপুর ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তার চার সন্তান এক মেয়ে তিন ছেলে।
এলাকাবাসী জানায় সাফিউল ইসলাম দ্বিতীয় বিয়ে করার তার স্ত্রী জানতে পেয়ে স্বামী স্ত্রী মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে সাফিউল ইসলামের স্ত্রী ধানের পোকা দমনের (কীটনাশক) খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।