বাংলার খবর২৪.কম : সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসামি বিনিময়সহ ৩ চুক্তি আমিরাতের সঙ্গে নারীকর্মীদের নিরাপত্তায় আমিরাতের সঙ্গে সমঝো প্রবাসে সুনাম ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী পায়রায় গভীর সমুদ্রবন্দরের সম্ভাব্যতা দেখবে ডিপি ওয়ার্ কর্মী নেওয়া সহজ করতে আমিরাতের পদক আমিরাতের শ্রমবাজার খুলতে ‘ইতিবাচক আলোচনা’সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। এটি রাত সোয়া ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামে।
দুবাই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আমিরাতের সমাজকল্যাণমন্ত্রী মরিয়ম মোহাম্মদ খালফান আল রুমি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথম সফরে শনিবার আবুধাবি পৌঁছান শেখ হাসিনা। তার সফরকালে সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তর চুক্তি ও বাংলাদেশ নারীকর্মী পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছে।
সফরের প্রথম দিন আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করেন শেখ হাসিনা।
দ্বিতীয় দিনের শুরুতে রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে সাক্ষাত করেন দুবাইভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় সমুদ্র বন্দর ব্যবস্থাপনা কোম্পানি দুবাই পোর্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান বিন আহমেদ সুলায়েম।
পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাবে তিনি ইতিবাচক সাড়া দেন।
রোববার দুপুরে শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাত করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহ্ইয়ান।
বাংলাদেশ থেকে কর্মী নেওয়া আরো সহজ করতে আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ঢাকার দূতাবাসে একজন লেবার অ্যাটাশে নিয়োগ দেওয়ার উদ্যোগের কথা জানান নাহ্ইয়ান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার লক্ষ্য দেশটিতে বাংলাদেশি নারীকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।
এই সমঝোতার আওতায় ১৪ পেশায় বাংলাদেশি ১ হাজার নারীকর্মী প্রাথমিকভাবে নেবে মধ্যপ্রাচ্যের দেশটি, পরে তা আরও বাড়বে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতাসহ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আরো তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ।
সোমবার দুবাইতে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া ঢাকায় আমিরাতের দূতাবাসের প্লট হস্তান্তরের জন্যও একটি চুক্তি হয়।
আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে আবুধাবি থেকে দুবাইতে আসেন। দুপুরে জাবিল প্রাসাদে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন।
আমিরাত সফরকালে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ।