
নিজস্ব সংবাদদাতা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন বন্ধ থাকার পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিকার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকার্যক্রম পুরোদমে শুরু হয়। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র ঈদ-উলফিতর উপলক্ষে গত ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। তবে রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় আমাদের কাস্টমস কার্যালয় খোলা ছিল ও কার্যক্রম অব্যাহত ছিল।