
আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান
আজ ০৬.৪.২০২৫ তারিখ উত্তরা আব্দুল্লাপুর ফ্লাইওভার এ বি আর টি এ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজিদ আনোয়ার এর নেতৃত্বে এবং সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভি পরিবহন, একতা পরিবহন, হাজী পরিবহন, ইউনাইটেড পরিবহন, সেবালাইন পরিবহন এর ০২ টি গাড়ী, শ্রাবন পরিবহন (মোট ০৭ টি পরিবহন) কে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ০৭ মামলায় ৬৬০০০/- জরিমানা করা হয়। একইসাথে যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান করানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান মানুষের ঈদযাত্রা স্বচ্ছন্দময় করার জন্য বি আর টি এ এর অভিযান চলমান থাকবে।