
পাটগ্রামে পৌর জামায়াতের উদ্যোগে শহীদ আবুল সাঈদ অডিটরিয়ামে আজ সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাতীবান্ধা – পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও লালমনিরহাট -১ এর জামায়াতের মোনোনীত এমপি পদপ্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু। পৌর জামায়াতের সেক্রেটারি মিরু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক মোঃ আতাউর রহমান, জামায়াতের উপজেলা আমীর হাফেজ শুয়াইব আহম্মেদ, উপজেলা সেক্রেটারি মু. মনোয়ার হোসেন লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।