
ঢাকা চিটাগাং রোডের মাতুয়াইলে অতিরিক্ত ভাড়া আদায়, হেলমেটবিহীন মোটরসাইকেল, অতিরিক্ত গতি ও সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় বি আর টি এ আদালত-৩ এর মোবাইল কোর্ট এর অভিযান।
ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আজ ০৫.০৪.২০২৫ তারিখ বি আর টি এ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে ঢাকা চিটাগাং রোডের মাতুয়াইলে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল, অতিরিক্ত গতি সহ সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাল সবুজ, মেঘলা ও হিমালয় পরিবহনসহ অনান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা,লাইসেন্সবিহীন মোটরযান চালনা, ফিটনেস, ওভারলোড সহ অনান্য অপরাধে মোট ০৭ মামলায় ১৫,০০০/- জরিমানা এবং ০১ টি বাস ও ০১ টি লেগুনার ফিটনেস সনদ না থাকায় ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্মানিত যাত্রীদের ঈদ শেষে আবার যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারে এজন্য বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে।