
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে মোগলহাট স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়শন (এসডাব্লুএ)র আয়োজনে কুড়িগ্রাম ভোকেশনাল মোড়স্থ বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহযোগিতায় এ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
মোগলহাট ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন-এঁর সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন ঢাকাস্থ ফারিহা গ্রুপের প্রশাসন ও মানব-সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আশরাফুল আলম। এতে সহ-আলোচক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক, আমেরিকান সরকারের বৃত্তি ও প্রশিক্ষণপ্রাপ্ত (আইভিএলপি) স্কলার, বর্তমানে ওয়ালটন কোম্পানির কর্পোরেট অফিস ঢাকায় কর্মরত লিয়াকত আলী সবুজ। বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল মজনু, রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মুসা মিয়া, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে বিসিএসসহ সরকারী চাকুরীর আবেদন, প্রস্তুতি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বে-সরকারী চাকুরীর জন্য সিভি রাইটিং, আবেদনপত্র, লিখিত পরীক্ষা, আইটি টেস্ট, অনলাইন পরীক্ষা, ভাইবা, রেফারেন্স ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সহ-আলোচক লিয়াকত আলী সবুজ সেমিনারে আমেরিকান স্কলারশীপ নিয়ে আমেরিকায় সফরকালীণ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়নের চাকুরী প্রত্যাশী এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স উত্তীর্ণ ও অধ্যায়ণরত শিক্ষার্থীরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টা ৩০মিনিটে শুরু হওয়া এ সেমিনার দুপুর ২টায় শেষ হয়েছে।
উল্লেখ্য, প্রায় শতাধিক শিক্ষার্থী এ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার উপস্থিত ছিলেন।