বাংলার খবর২৪.কম ডেস্ক : টাকা পয়সার অভাব ইমিলির কোনোদিন ছিল না। মা-বাবা তাকে ভর্তি করে দেন ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল প্রিপারেটরি স্কুলে। এরপর স্কুলে ভালোই সময় কাটতে থাকে তার। বেশ সখ্য গড়ে ওঠে কয়েকজন বান্ধবীর সঙ্গে। ইমিলি এখন ২৩ বছরের যুবতী। রুপ-লাবণ্য তাকে আলাদা করে রাখে আর দশ জন মেয়ের থেকে। যেখানেই যান পুরুষের চোখ তাকেই খুঁজে ফেরে। বিখ্যাত প্লে-বয় ম্যাগাজিনও ইমিলিকে খুঁজে পেয়েছে। কভার পেজের মডেল হওয়ার প্রস্তাব দেয়া হয় ইমিলিকে। ইমিলি জানতেন, এই ম্যাগাজিনের মডেল হওয়া মানে শরীরের সব গোপনীয়তা বিক্রি করে দেয়া। কাপড়-হীন শরীরের ‘আদিম’ শিল্পই এদের ধ্যানজ্ঞান। ইমিলিও সেই নগ্নতাকে ধ্যানজ্ঞান মনে করলেন। ম্যাগাজিনটির ডাকে সাড় দিয়ে হাজির হন ‘কুখ্যাত’ প্লে-বয় ম্যানশনে। একমাস সেখানেই পার করে দেন। প্রথম ব্রিটিশ কোনো নারী হিসেবে এই ম্যাগাজিনের ‘বিতর্কিত মডেল’ হন তিনি। ইমিলি ইতিমধ্যে ঘোষণা করেছেন, এই ম্যাগাজিনের মডেল হওয়াটা তার জন্য গর্বের। কিন্তু পরিবারের লোকজন কী বলছে?
ইমিলির মুখেই শুনুন সে কথা, ‘সত্যি আমি গর্বিত। ছবিগুলো ভিষণ ক্লাসিক। আলাদা মাধুর্য আছে। আর পরিবারের কথা বলছেন? বাবা হয়তো ছবিতে চোখ রাখতে চাইবেন না, কিন্তু অখুশি হবে বলে মনে হয় না। তাছাড়া এগুলো তার দেখারও দরকার নেই।’ মায়ের কথা মনে পড়তেই এই মডেল বলেন, ‘মা-ও একজন নারী। তিনি আমার পুরো শরীরটাই চেনেন। তবে নিশ্চিত, ছবিগুলোতে তিনি মোটেও চোখ রাখতে চাইবেন না। হয়তো বলবেন, ওহ ইমিলি! এটা আমার জন্য দেখা খুব কঠিন।’
শিরোনাম :
শরীরের সব গোপনীয়তা বিক্রি করাই শিল্প
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪
- ১৫৯৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ