
সায়দাবাদ বাস টার্মিনাল ও ঢাকা চিটাগাং রোডের রায়েরবাগে অতিরিক্ত ভাড়া আদায়, হেলমেটবিহীন মোটরসাইকেল, অতিরিক্ত গতি ও সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় বি আর টি এ আদালত-৩ এর মোবাইল কোর্ট এর অভিযান।
ঈদ্যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আজ ০৩.০৪.২০২৫ তারিখ বি আর টি এ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে সায়দাবাদ বাস টার্মিনাল, আশেপাশের বিভিন্ন কাউন্টার ও ঢাকা চিটাগাং রোডের রায়েরবাগে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল, অতিরিক্ত গতি সহ সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আল আরাফাহ পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ওভারলোড সহ অনান্য অপরাধে মোট ০৫ মামলায় ৮,০০০/- জরিমানাসহ মোট ০৬ মামলায় ১১,০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় কাঊন্টার সমূহকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকেট প্রদান ও যানজট সৃষ্টি না করা সহ বিভিন্ন বিষয়ে সর্তক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্মানিত যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল সহ ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে।