
ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিভিন্ন বাস কোম্পানি থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ।
শনিবার (২৯ মার্চ) ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআরটিএ রাজধানীর সায়েদাবাদ ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।
২৯.৩.২০২৫ খ্রিঃ তারিখ সায়দাবাদ বাস টার্মিনালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পরিবহনের টিকেট কাউন্টার পরিদর্শন করা হয় এবং যানবাহন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সচেতন করার পাশাপাশি যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়।এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ির নম্বর, জরুরী যোগাযোগের নম্বর ও ভাড়ার তালিকা প্রদর্শন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় লাল সবুজ, গোল্ডেন লাইন, সাকুরা ও হিমাচল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ যাচাই বাছাই করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রতীয়মান হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে লাল সবুজ, গোল্ডেন লাইন, সাকুরা ও হিমাচল পরিবহনকে তাৎক্ষনিক ৩৫০০০/- টাকা অর্থদন্ড আরোপ এবং আদায় করা হয়। এছাড়া সায়দাবাদ, যাত্রাবাড়ী ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে কোন যানজট পরিলক্ষিত হয়নি এবং যাত্রীরা স্বস্তি নিয়েই তাদের গন্তব্যে যেতে পারছে।