খাইরুল ইসলাম(লালমনিরহাট) প্রতিনিধি:::লালমনিরহাট সদর থানায় এক ছাত্রীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী দ্রুত অ্যাকশন নিয়ে আ: রাজ্জাক নামের কোচিং শিক্ষককে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ জানান, আসামী আ:রাজ্জাক সিরিয়াল ধর্ষক সে তার পরিবারের বাবা-মায়ের সামনে স্বীকারোক্তি দিয়েছেন সে বিভিন্ন ছাত্রীদের এরকম অনৈতিক কাজে সঙ্গে সম্পৃক্ত ছিলো বা ধর্ষণের ভিডিও করতেন পরে ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতেন।
পুলিশ পরে আসামীর কাছে পাওয়া মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।এবং তাতে প্রমাণ মেলে যে কোচিং শিক্ষক শিক্ষার্থীদের সাথে অনৈতিক কার্যক্রম এর পর তা ধারণ করে রাখতেন এবং পরে হুমকি দিয়ে ব্লাকমেইল করতেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী জানায় যে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত শেষে আর ও বিস্তারিত জানানো হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান