পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ শিল্প মন্ত্রণালয়ের

বাংলার খবর২৪.কম index458_55806 : উদ্যোক্তাদের দ্রুত প্রয়োজনীয় সেবা দিতে মন্ত্রণালয়ের সকল স্তরে ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ইতোমধ্যে দুটি শাখায় পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারির মধ্যে গোটা মন্ত্রণালয়ে ই-ফাইলিং পদ্ধতি চালু হবে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বিগত পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া।

সভায় জানানো হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্পখাতে শ্রমশক্তি ২৫ শতাংশে উন্নীত করা হবে। ২০১৩-১৪ অর্থবছরের জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে বলেও জানানো হয়।

সভায় আরো জানানো হয়, ২০০৯ সালের জুন থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত শিল্প মন্ত্রণালয় ৫৩৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমোদন দিয়েছে। এর ফলে এ শিল্পখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের পাশাপাশি প্রায় ৬২ লাখ মেট্রিক টন লোহা পাওয়া গেছে। এ সময় ভারত, ডেনমার্ক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ ও কম্বোডিয়ার সঙ্গে দ্বি-পাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।

সভায় তথ্য প্রকাশ করা হয়, শিল্পখাতের উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে মন্ত্রণালয় এ পর্যন্ত ১৭০ জন উদ্যোক্তাকে সিআইপি (শিল্প) কার্ড প্রদান করেছে।

উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পর্যন্ত ১০টি শিল্প প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। শিল্পখাতে আইন ও নীতি সহায়তা জোরদারের লক্ষ্যে গত পাঁচ বছরে জাতীয় শিল্পনীতি, শিল্প প্লট বরাদ্দ নীতিমালা, লবণনীতি, ভৌগলিক নির্দেশক আইন, ট্রেডমার্কস আইন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ও জাহাজ ভাঙ্গা ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় আরো বলা হয়, মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে ইতোমধ্যে মন্ত্রণালয়ের আওতাধীন আটটি দফতর বা সংস্থার সঙ্গে শিল্প মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা স্মারক অনুযায়ী নির্দিষ্ট সময়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয় থেকে নিবিড় তদারিক হচ্ছে। শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে শিল্প মন্ত্রণালয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন। মন্ত্রণালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা ও গত পাঁচ বছরে অর্জিত সাফল্য উপস্থাপন করেন সিনিয়র সহকারী সচিব মো. সলিম উল্লাহ। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এর আওতাধীন বিভিন্ন করপোরেশন ও সংস্থার প্রধানরা অংশ

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ শিল্প মন্ত্রণালয়ের

আপডেট টাইম : ০২:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম index458_55806 : উদ্যোক্তাদের দ্রুত প্রয়োজনীয় সেবা দিতে মন্ত্রণালয়ের সকল স্তরে ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ইতোমধ্যে দুটি শাখায় পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারির মধ্যে গোটা মন্ত্রণালয়ে ই-ফাইলিং পদ্ধতি চালু হবে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বিগত পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া।

সভায় জানানো হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্পখাতে শ্রমশক্তি ২৫ শতাংশে উন্নীত করা হবে। ২০১৩-১৪ অর্থবছরের জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে বলেও জানানো হয়।

সভায় আরো জানানো হয়, ২০০৯ সালের জুন থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত শিল্প মন্ত্রণালয় ৫৩৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমোদন দিয়েছে। এর ফলে এ শিল্পখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের পাশাপাশি প্রায় ৬২ লাখ মেট্রিক টন লোহা পাওয়া গেছে। এ সময় ভারত, ডেনমার্ক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ ও কম্বোডিয়ার সঙ্গে দ্বি-পাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।

সভায় তথ্য প্রকাশ করা হয়, শিল্পখাতের উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে মন্ত্রণালয় এ পর্যন্ত ১৭০ জন উদ্যোক্তাকে সিআইপি (শিল্প) কার্ড প্রদান করেছে।

উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পর্যন্ত ১০টি শিল্প প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। শিল্পখাতে আইন ও নীতি সহায়তা জোরদারের লক্ষ্যে গত পাঁচ বছরে জাতীয় শিল্পনীতি, শিল্প প্লট বরাদ্দ নীতিমালা, লবণনীতি, ভৌগলিক নির্দেশক আইন, ট্রেডমার্কস আইন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ও জাহাজ ভাঙ্গা ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় আরো বলা হয়, মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে ইতোমধ্যে মন্ত্রণালয়ের আওতাধীন আটটি দফতর বা সংস্থার সঙ্গে শিল্প মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা স্মারক অনুযায়ী নির্দিষ্ট সময়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয় থেকে নিবিড় তদারিক হচ্ছে। শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে শিল্প মন্ত্রণালয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন। মন্ত্রণালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা ও গত পাঁচ বছরে অর্জিত সাফল্য উপস্থাপন করেন সিনিয়র সহকারী সচিব মো. সলিম উল্লাহ। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এর আওতাধীন বিভিন্ন করপোরেশন ও সংস্থার প্রধানরা অংশ