
ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আজ ২৭.৩.২০২৫ তারিখ বি আর টি এ এর নিবাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর নেতৃত্বে উত্তরা আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন সহ বিভিন্ন আনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহন কে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০০০০/- করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত প্রদান করা হয়।এছাড়া কোটালিপাড়া পরিবহন কে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকেট বিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫০০০/- করে জরিমানা করা হয়। অভিযানে মোট ০৪ মামলায় ৩০০০০/- জরিমানা করা হয়। এসময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলাপ করা হয় ও কাঊন্টার সমূহকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকেট প্রদান ও যানজট সৃষ্টি না করা সহ বিভিন্ন বিষয়ে সতক করা হয়।
নিবাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্মানিত যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করার লক্ষে বি আর টি এ এর মোবাইল কোট এর অভিযান চলমান থাকবে।