ডেস্ক : *সুষ্ঠু ঈদ যাত্রা নিশ্চিতকরণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ'র সাঁড়াশি অভিযান*
অদ্য বিকেল ৪.০০টা থেকে চট্টগ্রাম নগরীর অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন বিআরটিএ, চট্টগ্রামের একটি ভিজিলেন্স টিম । অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরীর অলংকারস্থ বাঁধন পরিবহনের কাউন্টার-কে ১০ হাজার টাকা, একে খানস্থ শাহী পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা ও জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত যাত্রীদেরকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল - ২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এবং সিএমপি-ট্রাফিক বন্দর জোনের ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ মনির ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান