ঈদে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তিতে না পরেন এবং অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৬ মার্চ) সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনার সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষীপুরগামী নীলাচল পরিবহণে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহণে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহণকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহণে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনার সময় দোলা পরিবহণ, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহণে ভাড়ার তালিকা না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়। মিরপুরের রাইনখোলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লাবিবা পরিবহনকে ১০,০০০/ টাকা, সোনারতরী পরিবহনকে ১০,০০০/ টাকা, সেবা গ্রীন লাইন পরিবহনকে ১০,০০০/ টাকাসহ মোট ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান