
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ) দুপুর ১২টায় পাটগ্রাম ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন পাঠ করেন
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি জালাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কর্মকাণ্ড ভুল ব্যাখ্যা প্রদান করে স্থানীয়ভাবে আমাদের তথা জেলা ট্রাক ,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। লালমনিহাট জেলাসহ সারা বাংলাদেশে সব জেলাতেই শ্রম অধিদপ্তর হতে যথাযথ নিরীক্ষণের মাধ্যমে প্রত্যেক জেলায় রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালিত হয়। সংগঠনগুলি রাজনৈতিক ভাবাদর্শে পরিচালিত হয় না। এটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক সংগঠন। আমাদের কর্মকাণ্ড রেজিস্টার আপডেট ইউনিয়ন কর্তৃক এবং শ্রম আইনের অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, ভুল তথ্য ও মনগড়া মতামত এখানে গ্রহণযোগ্য নয়। লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন আমরা যে কোন কার্যক্রম পরিচালনা করি উভয় সংগঠনের নেতৃবৃন্দের মতামত সাপেক্ষে।,
জালাল উদ্দিন বলেন, অত্র সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নের সদস্যদের বেকারত্ব রোধ, শারীরিক অক্ষমতা বার্ধক্য এবং মৃত্যুর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখিত পরিবহনে ভাড়া সংগ্রহ কর্মে নিয়োজিত করার ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন চালক ও শ্রমিক সদস্যগণের অপ্রকৃতিস্থত দুর্ঘটনায় পঙ্গুত্ব এবং মৃত্যুতে এককালীন অনুদান হিসেবে ৫০ হাজার টাকা, অস্বাভাবিক মৃত্যুবরণ করলে ৩০ হাজার টাকা, কন্যাদায়গ্রস্ত সদস্যদের ২০ হাজার টাকা ও শিক্ষা ভাতা ৫ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের সার্বিকভাবে সদস্যদের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করা পরিবহনকৃত পণ্য সমূহের নিরাপত্তা বিধান করার স্বার্থে পণ্যের চালান প্রধানসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক শাহ্ আলম,
জেলা ট্রাক ,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।