বাংলার খবর২৪.কম : শিক্ষকদের আপগ্রেডেশনের বকেয়া বেতন পরিশোধ, সকল পর্যায়ে শিক্ষকদের প্রোমোশন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সঠিকভাবে সচলসহ বেশ কয়েকটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে বেরোবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ড. সাইদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক এইচ এম তারিকুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. গাজী মাজহারুল আনোয়ার, ড. একেএম ফরিদুল ইসলাম, ফেরদৌস রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের পদোন্নতি কিংবা আপগ্রেডেশনের যে নীতিমালা তৈরি করা হয়েছে তা ত্রুটিপূর্র্ণ। এই নীতিমালা সংশোধন করা প্রয়োজন। এছাড়াও আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
জানা যায়, ২৭ জন শিক্ষককে আপগ্রেডেশন দেওয়া হয়েছিল। কিন্তু ভিসি একেএম নূর উন নবী তাদের বকেয়া বেতন পরিশোধ করতে গড়িমসি করেন। তাই তারা এখনও তাদের স্ব স্ব পদে যোগদান করেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান