
ডেস্ক : অদ্য ২১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকা হতে ৪.৩০ ঘটিকা পর্যন্ত নাটোর শহরের বড় হরিশপুর তিনটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হয়। তন্মধে ১টি ওয়ার্কশপে ৪টি গাড়ির সকল কার্যক্রম কাগজপত্র সঠিক থাকায় কোন জরিমানা -করা হয়নি। অন্য একটি ওয়ার্কশপে দুটি গাড়ির কাগজপত্র -সঠিক থাকায় কোন জরিমানা করা হয়নি, এবং অন্য একটি ওয়ার্কশপে কিটি গাড়ির রুট পারমিট মেয়াদ না থাকায় ১০০০ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসতিয়াক আহামদ, বিআরটিএ নাটোর সার্কেল, নাটোর এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আলতাব হোসেন এবং মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা সহ মোট তিন জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।