
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ কায়েতপাড়া পূর্বগ্রাম তা’লীমুল কোরআন ও ওয়াসসুন্নাহ মাদ্রাসায় গত ২১শে মার্চ শুক্রবার পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । কর্ণেল (অবঃ) মোঃ কামরুজ্জামান খাঁনের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান কাঃপাঃইউঃপি নূরুজ্জামান খাঁন, প্রধান আলোচক পূর্বগ্রাম ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ,কায়েতপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃনাছির উদ্দীন,মোঃ শামীমুল ইসলাম, মোঃ সাইদুর রহমান,মোঃ আজিম সরকার,ইকবাল হোসেন বুলু, মোক্তার হোসেন,রাহাত আযম বাঁধন,মোঃ শফিকুল ইসলাম শাকিল, সুমন বেপারী,আরিফ হোসেন, নুরআলম,মাহফুজ ডালিম, রুবেল মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ,গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ। প্রধান মেহমান ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র বৃন্দ। পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের সভাপতি মোঃ শামীমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লাড ডোনার গ্রুপের সার্বিক আয়োজনে ছিলেন ব্লাড ডোনার গ্রুপের সদস্য বৃন্দ।