
ফারুক আহম্মেদ সুজন : অদ্য ২১.০৩.২০২৫ খ্রিঃ তারিখে বিআরটিএ আদালত-৩, ৬ ও ৭ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রটগণের নেতৃত্বে ও ট্রাফিক মিরপুর ডিভিশনের সহায়তায় কোটবাড়ি, গাবতলি এলাকার মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৫ (পাঁচ)টি ওয়ার্কশপ (কে কে বডি বিল্ডার্স, সাইদ বডি বিল্ডার্স, প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও এম এস এন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ) এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় দুইটি ওয়ার্কশপে মেরামতাধীন ০২ (দুইটি) মোটরযানের কাগজপত্রের মেয়াদউত্তীর্ণ আছে মর্মে দেখা যায়। ওয়ার্কশপগুলোর মালিক ও ম্যানেজারদেরকে এসব গাড়ি ১৫.৪.২০২৫ খ্রি. তারিখের আগে যেন রাস্তায় না নামানো হয় সে বিষয়ে কঠোরভাবে সর্তক করা হয় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানার লাইসেন্স নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং ০৫ টি ওর্য়াকশপের মালিকদের নিকট হতে ঈদের আগে কোন লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান আসন্ন ঈদ নিরাপদ করার জন্য বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে এবং যারাই লক্করঝক্কর গাড়ি রাস্তায় নামাবে সেসকল ওয়ার্কশপ ও পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।